এ যুগের লোকেরা শাইখ রাবি বিন হাদি আল-মাদখালির প্রতি তাদের অবস্থানের মাধ্যমে পরীক্ষিত হবে
আল-আল্লামাহ উবাইদ আল-জাবিরি (رحمه الله) বলেছেন:
(সালাফদের যুগে) তাঁরা বলতেন: ‘মদিনাবাসীকে মালিকের (মৃ. ১৭৯হি) ব্যাপারে জিজ্ঞেস করার মাধ্যমে পরীক্ষা করো; সিরীয়দের আল-আওযাঈর (মৃ. ১৫৭হি) ব্যাপারে জিজ্ঞেস করার মাধ্যমে পরীক্ষা করো; মিশরবাসীদেরকে লাইস বিন সাদের (মৃ. ১৭৫হি) ব্যাপারে জিজ্ঞেস করার মাধ্যমে পরীক্ষা করো; মাওসুলের অধিবাসীদেরকে আল-মুয়াফা ইবন ইমরানের (মৃ. ১৮৫হি) ব্যাপারে জিজ্ঞেস করার মাধ্যমে পরীক্ষা করো’। তাই, এ যুগে, লোকেদেরকে শাইখ রাবির (আল্লাহ তাঁর হিফাযাত করুন) ব্যাপারে জিজ্ঞেস করার মাধ্যমে পরীক্ষা করা হবে। আর এটা তাঁর ব্যাপারে কোনো অতিরঞ্জন বা বাড়াবাড়ি নয়, আল্লাহর কাছে আশ্রয় চাই। বরং, যেভাবে ইমাম আবু হাতিম (মৃ. ২৬৪হি) বলেছেন: ‘আহলুল বিদআতের নিদর্শনের অন্তর্ভুক্ত হলো বর্ণনার অনুসারীদের (আহলুল আসার) প্রতি তাদের নিন্দা।’ [আল-লালিকাঈ ১/১৩৯] সুতরাং, হালের আহলুল বিদআতের নিদর্শনের অন্তর্ভুক্ত হচ্ছে শাইখ রাবির প্রতি তাদের নিন্দা। কারণ, তাঁর প্রতি ঘৃণায় আহলুল বিদআত একতাবদ্ধ, যেভাবে তাঁর ভালোবাসায় আহলুস সুন্নাহ একতাবদ্ধ।
[আর্টিকেল: Shaikh ‘Ubayd: People are tested by their stance towards Shaikh Rabee‘]
সোর্স: abukhadeejah.com