ইরান এবং অন্যান্য রাফিদিরা মূলত জায়নবাদীদের জন্য নিয়ন্ত্রিত বিরোধী শক্তি মাত্র
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (رحمه الله, মৃ. ৭২৮হি.) বলেছেন:
রাফিদিরা হলো ইহুদিদের গাধা; তারা প্রত্যেক ফিতনাহয় (বিপর্যয়ে) তাদের ওপর চড়ে বেড়ায়।
[মিনহাজুস সুন্নাহ: ২১/১২০]
আর খাওয়ারিজরা হলো রাফিদিদের গাধা!
সুতরাং তাদের থেকে সতর্ক থাকুন, যারা তাদের সহযোগিতা করে, অথবা যারা রাফিদিদের সাথে সহযোগিতার আহ্বান জানায় এবং তাদের অথবা তাদের নেতৃবৃন্দের প্রশংসা করে।
সোর্স: Salafi Dawah Sacramento