ঈদ হলো বিরতি নেওয়ার সময়
শাইখ মুহাম্মাদ আল-বাশির আল-ইব্রাহিমি (رحمه الله):
সময়ের বিবেচনায় ঈদের উদ্দেশ্যের একটি হলো, তা দুঃখ-যাতনা ভুলে যাওয়া, কষ্ট-ক্লেশ দূর করা এবং জীবনসংগ্রামে অবতীর্ণ হওয়ার প্রয়োজনীয় শক্তি সঞ্চয়ের নির্দিষ্ট একটি সময়াংশ।
[আসার আল-ইমাম মুহাম্মাদ আল-বাশির আল-ইব্রাহিমি, ৩/৪৭৯]