গুনাহর কারণে হতাশ হবেন না, আবার ধোঁকায়ও পড়বেন না
আবু বকর আস-সিদ্দিক (رضي الله عنه) বলেছেন:
নিশ্চয়ই, আল্লাহ কবিরা (বড়ো) গুনাহ ক্ষমা করেন, তাই হতাশ হয়ো না। এবং নিশ্চয়ই আল্লাহ সগিরা (ছোট) গুনাহর জন্য শাস্তি দেন, তাই ধোঁকায় পড়ো না।
[শারহ আল-বুখারি, ইবন বাত্তাল, ১৯শ খণ্ড, ২৬৭ পৃ.]
সোর্স: Salafi Recordings