কেউ যখন তার বিবেকের সিদ্ধান্ত গ্রহণ না করে তার খেয়ালখুশির অনুসরণ করে

সালাফি দাওয়াহ বাংলা
ইবন আল-জাওযি (رحمه الله) বলেছেন:
নিশ্চয় বিবেকের (বুদ্ধি) মাধ্যমে মানবজাতি জন্তু-জানোয়ারের ওপর অনুগ্রহপ্রাপ্ত, যা কাউকে হাওয়ার (খেয়ালখুশি) অনুসরণ থেকে নিয়ন্ত্রণ করতে নিয়োজিত। তাই, ব্যক্তি যখন তার বিবেকের সিদ্ধান্ত গ্রহণ করে না আর তার হাওয়ার সিদ্ধান্ত মেনে চলে, ঐ জন্তু-জানোয়ার তার থেকে ভালো হয়ে ওঠে।
[Disciplining The Soul, Dār as-Sunnah Publishers, p.24]

সোর্স: Salafi Recordings
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url