হাদিস: যুলহিজ্জার প্ৰথম ১০ দিনের আমাল

সালাফি দাওয়াহ বাংলা
আল্লাহর রাসুল () বলেছেন:
আল্লাহর কাছে (যুলহিজ্জাহ মাসের প্রথম ১০ দিনের চেয়ে) উত্তম কোনো দিন নেই, এবং তাঁর কাছে যুলহিজ্জার প্রথম ১০ দিনে করা নেক আমাল অন্য দিনের আমালের তুলনায় বেশি প্রিয়। তাই এই দিনগুলোতে তাসবিহ, তাহমিদ, তাকবির ও তাহলিল বেশি করে করো।
[আত-তাবারানী কর্তৃক আল-মুজাম আল-কাবিরে লিপিবদ্ধ, আত-তাহাওয়ি, আহমাদ এবং অন্যান্য কর্তৃকও উল্লেখিত, ইরওয়া আল-গালিল, ৮৯০ নং, ৩য় খণ্ড,পৃষ্ঠা ৩৯৮]

তাসবিহ - সুবহানআল্লাহ (سُبْحَانَ الله)
তাহমিদ - আলহামদুলিল্লাহ (الحمدُ الله)
তাকবির - আল্লাহু আকবার (الله أكبر)
তাহলিল - লা ইলাহা ইল্লাল্লাহ (لا إله إلا الله)

সোর্স: Markaz Mu’aadh Bin Jabal
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url