হাদিস: পরিবারের জন্য করা খরচেই অধিক সাওয়াব
আল্লাহর রাসুল (ﷺ) বলেছেন:
এক দিনার যা তুমি আল্লাহর পথে ব্যয় করো, এক দিনার যা তুমি একজন গোলাম মুক্ত করতে খরচ করো, এক দিনার যা তুমি কোনো দরিদ্র ব্যক্তিকে দান হিসেবে দাও এবং এক দিনার যা তুমি তোমার পরিবার-পরিজনের জন্য খরচ করো; এর মধ্যে তোমার পরিবারের জন্য করা ব্যয়তেই তুমি অধিক সাওয়াব অর্জন করবে।