অমুসলিমদের উৎসবে তাদেরকে শুভেচ্ছা জানানো হারাম
শাইখুল ইসলাম ইমাম ইবন আল-কায়্যিম (মৃ. ৭৫১হি) বলেছেন:
অমুসলিমদের ধর্মীয় উৎসবের সময় তাদেরকে “একটি হাসিখুশি দিন কাটুক” বা “এদিনে শুভেচ্ছা”— বলে শুভেচ্ছা জানানো নাজায়েয। এসব শুভেচ্ছা বিনিময় কুফর যদি নাও হয়, তবে অন্তত, তা হারাম। এটা একজন অমুসলিমকে মদপান, খুন করা কিংবা অবৈধ সহবাস (যিনা) করার জন্য শুভেচ্ছা জানানোর চেয়ে নিকৃষ্ট। বরং, এটা ক্রুশকে সিজদা করার কারণে তাকে অভিনন্দন জানানোর নামান্তর, অথচ এই কাজটি আসলে কতোটা আপত্তিকর তা না বুঝেই বহু দুর্বল ইমানদার মুসলিম করে থাকে।
[আহকাম আহল আয-যিম্মাহ, ১ম খণ্ড, ৪৪১ পৃষ্ঠা]
সোর্স: TROID