সুখ দিয়ে সুখ অর্জিত হয় না | ইবনুল কাইয়িম
ইমাম ইবন আল-কাইয়িম (رحمه الله):
নিশ্চয়ই, সব সভ্যতার বুদ্ধিজীবিরা একমত যে, সুখ দিয়ে সুখ অর্জিত হয় না; আর যে আরাম করাকে অগ্রাধিকার দেয়, সে আরাম থেকে বঞ্চিত হয়। ভয়কে জয় করা ও কষ্ট বহন করার মাত্রাই সুখ-আনন্দ এনে দেয়। সুতরাং, ঐ ব্যক্তির জন্য কোনো খুশি নেই, যার কোনো দুঃখ নেই; তার জন্য কোনো আনন্দ নেই, যার কোনো ধৈর্য নেই; তার জন্য কোনো সুখ নেই, যে ভোগান্তিতে পড়েনি আর তার জন্য কোনো বিশ্রাম নেই যে কঠোর পরিশ্রম করেনি।
[মিফতাহ দারুস সাআদাহ, ২য় খণ্ড, ১৫ পৃষ্ঠা]
সোর্স: Pristine Methodology