পথভ্রষ্ট ফিরকার লক্ষণ | সালিহ আল-ফাওযান

সালাফি দাওয়াহ বাংলা
শাইখ সালিহ আল-ফাওযান (حفظه الله) বলেছেন:
পথভ্রষ্ট ফিরকার (দল) লক্ষণ হলো, তা সালাফ ও সালাফদের মানহাজকে ঘৃণা করে, এবং তা এর বিরুদ্ধে সতর্ক করে।
[আল-আজউইবাহ আল-মুফিদাহ, ১৩৬ পৃ.]

সোর্স: Pristine Methodology

সালাফ: ইসলামের প্রথম তিন প্রজন্ম—সাহাবাহ, তাবিয়িন (সাহাবাদের অনুসারী) ও আতবাউত তাবিয়িন (তাবিয়িদের অনুসারী), যাঁদের নাজাতপ্রাপ্ত হওয়ার কথা কুরআন, সুন্নাহ, ইজমা, আসার ইত্যাদির মাধ্যমে সুপ্রতিষ্ঠিত।

সালাফদের মানহাজ: যে পথ ও পন্থার ওপর সালাফরা চলেছেন, যে আদর্শের ওপর তাঁরা নিজেদের জীবনকে গড়ে তুলেছেন, দ্বীনি ও দুনিয়াবি শত-সহস্র সমস্যা তাঁরা যে কর্মপন্থার ওপর থেকে দৃঢ়ভাবে মোকাবেলা করেছেন।

সালাফি: যে বা যারা তাদের বিশ্বাস, কথা ও কাজের প্রতিটি ক্ষেত্রেই সালাফদের অনুসরণ করে।
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url