নিশ্চয় সে লাইলাতুল কদর থেকে তার অংশ গ্রহণ করেছে
ইমাম সাঈদ ইবন আল-মুসাইয়িব (رحمه الله, মৃ. ৯৪হি) উল্লেখ করেছেন:
যে ব্যক্তি জামাতের সাথে মাগরিব ও ইশা পড়েছে সে নিশ্চয় লাইলাতুল কদর থেকে তার অংশ গ্রহণ করেছে।
[তাফসির আল-বাগাওয়ি, সুরা আল-কদর, ৪র্থ খণ্ড, ৬৫৮ পৃষ্ঠা, দার তাইবাহ প্রিন্ট, ২য় সংস্করণ]