নির্বাচন প্রসঙ্গ | গ্র্যান্ড মুফতি সালিহ আল-ফাওযান

সালাফি দাওয়াহ বাংলা
গ্র্যান্ড মুফতি আল্লামাহ সালিহ আল-ফাওযান (حفظه الله) বলেন:
...আর এ যুগে বিভিন্ন দেশে পরিচিত (ও বাস্তবায়িত) ইলেকশনের ব্যাপারটি হলো, তা ইসলামি অনুশাসনের অন্তর্ভুক্ত নয়। এতে বিশৃঙ্খলা, ব্যক্তিগত স্বার্থ, চাওয়া-পাওয়া, লোভ, পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতির অনুপ্রবেশ ঘটে।

এর মাধ্যমে বিপর্যয় ও রক্তারক্তির মতো অবস্থার সৃষ্টি হয়, এবং অভীষ্ট লক্ষ্য হাসিল হয় না। বরং, এসব শুধুই নিলাম (ক্যাম্পেইন), বেচাকেনা ও মিথ্যা আশার ভিত্তি রচনা করে।
[The Ruling on Elections and Demonstrations Al-Jareedat ul-Jazeerah, Issue 11358, Ramadaan 1424, 3rd September, 2003]

সোর্স: SalafiTalk.net
পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url