আপনার ভাইকে নম্রভাবে উপদেশ দিন | রাবি আল-মাদখালি

সালাফি দাওয়াহ বাংলা
শাইখ রাবি বিন হাদি আল-মাদখালি (رحمه الله) বলেন:
যদি আপনার ভাই কোনো ভুল করে বসে, তাকে নম্রভাবে উপদেশ দিন, এবং তার কাছে দলিল-প্রমাণ উপস্থাপন করুন যার মাধ্যমে আল্লাহ তাকে উপকৃত করবেন।

তবে কারও ভুল হবে তার অপেক্ষায় ওত পেতে থাকা এবং এখানে-সেখানে ঘৃণার বিষ ছড়াতে থাকা যে ‘অমুক এটা করেছে, তমুক ওটা করেছে’—এসব শয়তানদের পথের অন্তর্ভুক্ত, আহলুল হকের (সত্যের অনুসারী) নয়।
[বাহজাতুল কারি, পৃ. ১০৭]

সোর্স: KSA_Dawah
পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url