ইমাম আহমাদ বিন হাম্বল (মৃ. ২৪১হি): আল্লাহ সপ্ত আকাশের ঊর্ধ্বে, তাঁর আরশের ওপর উঠেছেন

সালাফি দাওয়াহ বাংলা
তো, আবু বকর আল-খাল্লালের শাইখ, ইউসুফ বিন মুসা আল-কাত্তান বলেছেন: আবু আব্দুল্লাহকে (আহমাদ বিন হাম্বল) বলা হয়েছিল: ‘আল্লাহ সাত আসমানের ওপর, তাঁর সৃষ্টি থেকে পৃথক ও আলাদা (বা’ইন), আর তাঁর ক্ষমতা (কুদরাহ) ও জ্ঞান (ইলম) সর্বত্র বিরাজমান?’

তিনি জবাব দেন:
হ্যাঁ, তিনি আরশের ওপর উঠেছেন, আর কোনোকিছুই তাঁর ইলমের বাইরে নয়।
[আয-যাহাবির ‘মুখতাসার আল-উলু’, পৃ. ১৮৯]

নোট: এই আল-কাত্তান একজন সিকাহ (নির্ভরযোগ্য বর্ণনাকারী), আল-বুখারির শাইখদের একজন। তিনি ২৫৩ হিজরিতে ইন্তেকাল করেন। আল-খাল্লাল তাঁর কাছ থেকে শুনেছেন, এবং এর ইসনাদ সহিহ।

সোর্স: abovethethrone.com
পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url