সুন্নাহর ওপর মৃত্যুবরণ | তালহা বিন উবাইদুল্লাহ আল-বাগদাদি
তালহা বিন উবাইদুল্লাহ আল-বাগদাদি (رحمه الله):
আহমাদ বিন হাম্বল যে জাহাজে উঠেছিলেন, সেই একই জাহাজে আমারও ওঠার তৌফিক হয়েছিল, আর তিনি লম্বা সময়জুড়ে চুপচাপ ছিলেন, এবং কথা বললে তিনি বলতেন: ‘ইয়া আল্লাহ! আমাদেরকে ইসলাম ও সুন্নাহর ওপর মৃত্যু দিন।’
[‘তারিখ বাগদাদ’-এ আল-খাতিব কর্তৃক বর্ণিত, ৯/৩৫৪]
সোর্স: San Diego Salafi Dawah