আমল সংখ্যার আধিক্য দেখে নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই!
আল-হাফিয ইবন রজব আল-হাম্বলি (رحمه الله):
ইবন আওন বলেছেন, ‘তোমার আমল সংখ্যার আধিক্য দেখে নিশ্চিন্ত হয়ে যেয়ো না, কেননা তুমি জানো না তা গৃহীত হয়েছে কি না। তোমার গুনাহর ব্যাপারে নিরুদ্বেগ হয়ো না, কেননা তুমি জানো না তা মুছে ফেলা হয়েছে কি না। এর কারণ তোমার সব আমল তোমার কাছে অদৃশ্য এবং তোমার কোনো ধারণা নেই আল্লাহ সেসবের সাথে কী করবেন।’
[The Journey to Allāh by al-Ḥāfiz Ibn Rajab al-Ḥanbalī, p. 88 | Dār as-Sunnah Publishers]
সোর্স: Pristine Methodology