শাইখ আব্দুল-আযিয ইবন আব্দুল্লাহ ইবন বায (رحمه الله) বলেছেন:
...কোনো ব্যক্তির মৃত্যুবার্ষিকীকে বিশিষ্ট করার ব্যাপারে বললে, আল্লাহর রাসুল (ﷺ) বা সাহাবিদের কেউ কিংবা সালাফদের কেউ কোনো মৃত ব্যক্তির মৃত্যুর সময় জড়ো হয়েছেন অথবা তার মৃত্যুর এক সপ্তাহ, চল্লিশ দিন বা এক বছর অতিক্রান্ত হওয়াকে বিশিষ্ট করেছেন এমনকিছু সহিহভাবে বর্ণিত হয়নি। এসবকিছুই বিদআত এবং ন্যক্কারজনক প্রচলন…
[মাজমু আল-ফাতাওয়া ইবনু বায, ১৩ খণ্ড, ৪০৬ পৃষ্ঠা]
সোর্স: Majmoo 'al-Fataawa