তাওহিদ ও আকিদার ইলম লুকানো জায়েয নেই

সালাফি দাওয়াহ বাংলা
শাইখ সালিহ আল-ফাওযান (حفظه الله):
একজন মুসলিম–যার ইলমের ব্যাপারে কিছুটা জানাশোনা আছে, এবং সে দেখছে মানুষের এর প্রয়োজন রয়েছে, তখন তার চুপ থাকা জায়েয নেই। বিশেষ করে তাওহিদ ও আকিদার ইলম, কারণ যদি সে তা করে থাকে তবে সে এক মহান কর্তব্য ছেড়ে দিয়েছে।
[ই‘আনাতুল মুস্তাফিদ, ১৩৭ পৃষ্ঠা]

সোর্স: Pristine Methodology
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url