কুফফারদের ধর্মীয় উৎসবে তাদের শুভেচ্ছা জানানো হারাম

সালাফি দাওয়াহ বাংলা
ইমাম মালিকের (রাহিমাহুল্লাহ) সঙ্গীদের একজন, আব্দুল মালিক বিন হাবিব বলেন:
“তাদের (কুফফারদের) উৎসবের সাথে সম্পর্কিত কোনোকিছুতেই তাদেরকে সাহায্য করো না, কারণ, তা যেন তাদের শির্‌ককে সম্মান ও ভক্তির করা, এবং তাদের কুফরে সহায়তা করা। আর মুসলিম শাসকের দায়িত্ব হলো মুসলিমদেরকে তা করা থেকে নিষেধ করা, এবং এটাই ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) ও অন্যান্যদের বক্তব্য।” এ বিষয়ে (উলামাদের মাঝে) কোনো মতভেদের ব্যাপারে আমার জানা নেই। তাদের উৎসবে জবাইকৃত কোনো গোশত খাওয়াও এই নিষেধের আওতাভুক্ত। আর এর ওপর ইজমা হয়েছে, বরং, আমি এটাকে (অর্থাৎ, তাদের উৎসবের খাবার খাওয়া) এর চেয়েও খারাপ মনে করি।
[দেখুন, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহর মাজমু আল-ফাতাওয়া: ২৫/৩২৬]

সোর্স: abukhadeejah.com
পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url