মাসটি রোজার, কামনা-বাসনা চরিতার্থ করার নয় | আল-ফাওযান

সালাফি দাওয়াহ বাংলা
শাইখ সালিহ আল-ফাওযান (حفظه الله) বলেছেন:
মানুষের মাঝে এমনও আছে যে এই মাসকে শুধুই বিভিন্ন খাবার ও পানাহার, রেস্টুরেন্টে যাওয়া এবং পেট পূর্ণ করার মাস হিসেবে নেয়। তো, সে জিনিসপত্র কেনাকাটা ও খাবার-দাবার আহারের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে শুরু করে। সে জানে না যে এই মাসটি রোজার মাস, কামনা-বাসনা চরিতার্থ করার মাস না। এটি সাওম পালনের মাস, রাতের সালাতে দাঁড়ানোর মাস, ইবাদাতের মাস, এবং তার উচিত আল্লাহ যা (খাবার) দিয়েছেন তা থেকে নিজেকে ঠিক ততোটুকু দিয়ে সন্তুষ্ট করা যতটুকু তার জন্য আল্লাহর (আযযা ওয়া জাল) আনুগত্যে সহায়ক হবে।
[আল-খুতুব আল-মিম্বারিয়্যাহ, ৫ম খণ্ড, ২৬১ পৃ.]

সোর্স: AbuKhadeejahSP
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url